“He who knows no foreign languages knows nothing of his own.”
— Johann Wolfgang von Goethe
— Johann Wolfgang von Goethe
Shaheen's Cafe
কেমন আছেন? How’s it going? – এর জবাবে যে অভিব্যক্তি, phrase ব্যবহৃত হয়:
1. I’m fine, thanks. And you?
2. I’m great, thank you. And you?
3. I’m doing well, thanks. How about you?
4. I’m doing great!
5. Pretty good!
6. So far, so good.
7. Can’t complain!
8. Nothing much. How about you?
9. Same old really!
10. Can’t complain!
11. I’m all right. Thank you.
12. I’m doing great! Thanks for asking!
13. It’s going well. How are things for you?
14. Not bad, thanks.
চলতি ইংরেজি ভাষার শেখার বই Contemporary English for Native Bangla Speaker
Shaheen's Cafe
পেশা জানতে চেয়ে প্রশ্ন করতে নিচের অভিব্যক্তিগুলো ব্যবহৃত হয়।
What do you do?
What is your father?
What's your role in the company?
What's your role in the institution?
What is your occupation?
What do you do for a living?
What does your father do ?
Shaheen's Cafe
কারো সাথে দেখা হলে সম্বোধন(Greetings) করি:
Hello
Hi
Good morning
Good afternoon
Good evening আরও পড়ুন।
Shaheen's Cafe
লুকস ইংলিশ পডকাস্টের পর যে পডকাস্টটি বেশি ভাল লাগে তা হল আরএনআর ইংলিশ। আরএনআর ইংলিশের মূল মজাটা হলো খুবই ঘরোয়া, ইনফরমাল কথাবার্তা চলে এখানে। এমন কথাবার্তা যেগুলো কোন মেইন স্ট্রিম মিডিয়াতে আসবে না।পডকাস্টের বিষয়গুলোও খুবই সাধারণ কিন্তু ধরণ আর দৃষ্টিকোন অসধারণ। আরও পড়ুন।
চলতি ইংরেজি ভাষার শেখার বই Contemporary English for Native Bangla Speaker
Shaheen's Cafe
২০০৯ সালে ইংরেজি শিক্ষার্থীদের জন্য প্রথম পডকাস্টিং শুরু করেন তিনি। এই লেখা আমি যখন লিখছি তখন তাঁর ৮৭৪তম এপিসোড চলছে! কমপক্ষে ঘন্টা খানেক দীর্ঘ হয় এপিসোড। সারা পৃথিবী জুড়ে লাখ লাভ ভক্ত, শুধু ইউটিউবেই রয়েছে ১.০৬ মিলিয়ন সাবসক্রািইবার তাঁর। নিজেকে মাঝে মাঝে হাসির ছলে পড ফাদার বলে পরিচয় করিয়ে দেন। অনেকটা মজা করে নিজেকে এই ধরণে পডকাস্টিং-এর জনক বলে দাবি করেন। আরও পড়ুন।
ইংরেজি ভাষার শিক্ষার্থীরা প্রায় নার্ভাস আর উদ্বিগ্ন হয়ে পড়ে যখন তাদেরকে অন্যের সামনে ইংরেজিতে কথা বলতে বলা হয়। সাধারণত তিনটি কারনে এটা হয়:
১. ইংরেজিতে যোগাযোগের সক্ষমতার জায়গাটিতে তাদের আত্মবিশ্বাস নেই।
২. বলতে গেলে যদি ভুল হয়ে যায়! - এই ভয়।
৩. তারা সন্ত্রত হয়ে পড়ে এই ভেবে যে অন্যরা হয়তো তাদের কথা বুঝতে পারবে না।
এমন অনেকে আছেন যাদের আত্মবিশ্বাস বাড়াতে হলে তাদের ইংরিজের দক্ষতা আরো বাড়াতে হবে। আবার আমার এমন অনেক শিক্ষার্থীর সাথে পরিচয় হয়েছে যারা ইংরেজিতে upper intermediate থেকে advanced level-এর কিন্তু আত্মবিশ্বাসের অভাব রয়েছে, বিশেষ করে তারা যখন কোন সভাতে অংশগ্রহণ করে, ইংরেজিতে কোন কিছু উপস্থাপন করে বা কোথাও স্বাক্ষাৎকার দিতে যায়। আরও পড়ুন।