Shaheen's Cafe
লুকস ইংলিশ পডকাস্টের পর যে পডকাস্টটি বেশি ভাল লাগে তা হল আরএনআর ইংলিশ। আরএনআর ইংলিশের মূল মজাটা হলো খুবই ঘরোয়া, ইনফরমাল কথাবার্তা চলে এখানে। এমন কথাবার্তা যেগুলো কোন মেইন স্ট্রিম মিডিয়াতে আসবে না।পডকাস্টের বিষয়গুলোও খুবই সাধারণ কিন্তু ধরণ আর দৃষ্টিকোন অসধারণ। ছেলেরা পড়ার মোড়ে এক সাথে হলেই আলোচনা করে এমন কিছু বিষয় যেগুলো বাসায় বড়দের সামনে বলা যায় না, আবার টকশোর মতো জায়গায় যেগুলো খুবই বেমানান। হুমায়ুন আহমেদ যেমন দৈনন্দিন সাধারণ কথাবার্ত তার লেখননিতে তুলে আনতে পারতেন। মার্টিনের কথাবার্তায় মদ, পাদ, গু ইত্যাদি বষয় অবলীলায় চলে আসে।
মার্টিন একসময় ব্যাংকে চাকরি করতেন। ব্যাংকে ছেড়ে এক সময় টিচিং আর পরে পডকাস্টিং গুরু করেন। আরএনআর ইংলিশের পডকাস্টগুলো খুব একটা লম্বা না ফলে শুরু করতে দীর্ঘ প্রস্তুতি নিতে হয় না। সাথে শো নোট থাকে যেটা আমার খুবই প্রিয়। যে যেসব পডকাস্টে স্ক্রিপ্ট থাকে বা শো নোট থাকে আমি সাধারণত সেগুলো বেশি শুনি। শো নোট প্রিস্ট করে নেই। যারা বিট্রিশ একসেন্ট ফলো করেন তারা আরএনআর ইংলিশ শুনতে পারেন। লুকস্ ইংলিশে যেমন পল এন্ড এমবারকে পাবেন। আরএনাআর-এ পাবেন ড্যান দ্যা ম্যান আর হেলরাইজাকে। পাশপাশি যারা অনলাইনে ইংলিশ টিচিং বা পডকাস্টিং-এ আছেন তাদেরও পাবেন প্রায় নিয়মিত গেস্ট হিসাবে।