প্রচুর বাংলাদেশি বর্তমানে এই সাইটটি ব্যবহার করছে। বলা যায় বিশ্বের অন্যান্য দেশের ব্যবহারকারির তুলনায় বাংলাদেশিদের সংখ্যাটা যেন অনেক বেশি। ভারতিয়, পাকিস্তানিরা আছে বিপুল সংখ্যায়। তারপর পাওয়া যাবে মিশরিয়, তুর্কি, ইন্দোনেশিয়ান, আলজেরিয়ান, উজবেকিস্থান ও অন্যান্য দেশের লোকদের।
অনেক নেটিভ ইংরেজি বলা লোকরাও এখানে প্রায়ই জয়েন করে থাকে। কেউ কেউ আসে শুধুই অন্যদের ইংরেজি শেখাতে সহায়তা করার জন্য। সাইটটির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। পাঁচ বছর আগেও এতো সংখ্যায় এই সাইটি ব্যবহৃত হতো না। তখন ৮০ বা ১০০টি রুম পাওয়া যেত শুধু ইংরেজি চর্চার জন্য যা এখন প্রায় ৪০০ বা ৫০০তে পৌছেছে পিক আওয়ারে।মানে আমাদের এখানে যখন রাত। কারণ এশিয়ায় লোকসংখ্যা বেশি হওয়ার কারনে, রাতে ব্যবহারকারির সংখ্যা থাকে অনেক।
এই সাইটটি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করা যায়। নির্মাতা জানা যায়, ভিয়েতনামের একজন ডেভেলাপার এর নির্মাতা জানা যায়। নিয়মিত তার প্রত্যক্ষ তত্ববধানে যোগ হচ্ছে নতুন নতুন ফিচার। শুধুমাত্র একটি গুগুল একাউন্টের মাধ্যমেই লগ ইন করে সাথে সাথেই কথা বলা যায় দেশে বিদেশের নানান জনের সাথে।
free4talk.com
ইংরেজিতে খুব দুর্বল? বয়স ৪০, ৫০, ৬০!
এই এ্যাপটিতে কথা বলার সময় প্রায় কাউকে ক্যামেরা অন করতে দেখা যায় না। খুব অল্পই ক্যামেরার ব্যবহার হয় এখানেই। তাই বয়সের ব্যাপারে উদ্বিগ্ন না হয়ে কথা চালিয়ে যাওয়া যায় সহজেই। তাছাড়া আপনার বয়সই অনেকেই আছে যারা ভাষা শেখার জন্য দিনের অনেকটা সময় ব্যয় করছেন এখানে।
ইংরেজিতে যদি খুব দুর্বল হয়ে থাকেন। তাহলে আপনার মতো যারা তাদের দিয়েই শুরু করুন। Any Level, Bignner, Upper Beginner, intermediate, upper intermediate, advanced, upper advance বিভিন্ন ক্যাটাগরিতে এখানে ব্যবহারকারিরা তাদের ভার্চুয়াল রুমে তৈরি করেন। আপনার পছন্দোমতো কোন রুমে ঢুকে পড়ুন বা নিজেই নিজের পছন্দ মতো একটা রুমে বানিয়ে নিন।
free4talk.com