Shaheen's Cafe
শহরের লোক সংখ্যা যে হারে বেড়েছে, বইয়ের দোকানে সংখ্যা তো বাড়ে নি বরং কমেছে। অনেক পুরোনো বইয়ের দোকান বন্ধ হয়ে গেছে অনেক বছর হল। কম্পিটার আর মোবাইলের কারণেই এমন অবস্থা সেটা সহজেই বোধগম্য। তারপরও কাগজের বইয়ের আবেদন এখনো একেবারে চলে যায় নি বিশেষ করে একাডেমিক পড়াশোনা জন্য।
স্কুল কলেজের বইয়ের, আইইএলটিএস এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার বইয়ের জন্য চকবাজার আনন্দরকিল্লার বইয়ের দোকানগুলো সবার কাছেই পরিচিত।
বিচিত্রা লাইব্রেরি, কাতালগঞ্জ
কাতালগঞ্জের বিচিত্রা লাইব্রেরি শহরের ইংলিশ মিডিয়াশ স্কুলগুলোর বইয়ের জন্য একটি প্রসিদ্ধ নাম। বিচিত্রা লাইব্রেরির নিজস্ব প্রকাশনাও রয়েছে। বইয়ের পাশাপাশি স্টেশনারিও পাওয়া যায়।
আজাদ বুক কর্ণার, কেয়ারি ইলিশিয়াম, চকবাজার
আজাদা বুক কর্ণারের সকল বইই ইংরেজি। কলেজ, বিশ্ববিদ্যালয়ের বই, আইইএলটিএস-সহ ফিকশন ও নন-ফিকশন সকল বইয়ের বিশাল সংগ্রহ রয়েছে এখানে।
ফিকশন ও নন-ফিকশনের জন্য চট্টগ্রামের সবচেয়ে পুরনো বইয়ের দোকান অমর বইঘর-এর জিইসি শাখা, জামালখান প্রেসক্লাবের বাতিঘর এবং ২য় তলায় বুকমার্ক, ভিআইপি টাওয়ারের কারেন্ট বুক সেন্টারে যাওয়া যেতে পারে।