Shaheen's Cafe
২০০৯ সাল ইংরেজি শিক্ষার্থীদের জন্য প্রথম পডকাস্টিং শুরু করেন তিনি। এই লেখা আমি যখন লিখছি তখন তাঁর ৮৭৪তম এপিসোড চলছে! কমপক্ষে ঘন্টা খানেক দীর্ঘ এক একটি এপিসোড। সারা পৃথিবী জুড়ে লাখ লাভ ভক্ত, শুধু ইউটিউবেই রয়েছে ১.০৬ মিলিয়ন সাবসক্রািইবার তাঁর। নিজেকে মাঝে মাঝে হাসির ছলে পড ফাদার বলে পরিচয় করিয়ে দেন। অনেকটা মজা করে নিজেকে এই ধরণে পডকাস্টিং-এর জনক বলে দাবি করেন।
ইংল্যান্ডে জন্ম নেয়া লুক, বসবাস করেন প্যারিসে। শিক্ষকতার পাশাপাশি তিনি একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান।প্রত্যেকটা এপিসোড খুবই মজার আর হাসরসাত্মকভাবে উপস্থাপন করেন তিনি, তাই দীর্ঘক্ষণ শুনতে কোন ক্লান্তি লাগে না।
কেন শুনি লুকের পডকাস্ট!
অত্যন্ত বুমিং ভরাট একটা কন্ঠ তাঁর। আমি মনে করি ইন্টোনেশন আয়ত্বের জন্য তাঁর পডকাস্টগুলো খুবই দারুন। অনেক দিন শুনলে অবচেতন মনেই তা আপনার বলার ভঙ্গিতে পরিণত হতে পারে। তাই যারা একসেন্টের ব্যাপারে সচেতন তারা এই বিষয়টাকে গুরত্ব দিতে পারেন। কমপক্ষে দুই-তিন বছরের নিরবিচ্ছিন্ন একজন শ্রোতার হওয়ার চেষ্টা করতে হবে।
বিটলস নিয়ে তিনি কথা বলতে পছন্দ করেন। বোধ কয়েকটি এপিসোড রয়েছে বিটলস নিয়ে। আমার বেশ ভাল লাগে তাঁর পিতার সাথে কথোপোথনের এপিসোডগুলো। শুধু তার Rambling শোনাও অনেক মজার। এম্বার ও পাউলের এপিসোডগুলোও খুবই ভাল লাগে। এখনকার তার পডকাস্টগুলোর বেশির ভাগই অন্য তারকা, যারা তারই এক প্রকার সতীর্থ, অলাইনে ইংরেজি শেখাবার পথিকৃত, শিক্ষক বা উদ্যোক্তাদের নিয়ে।
প্রিমিয়াম মেম্বার না হলেও তাঁর পডকাস্টের অনেক ট্রান্সক্রিপ্ট আছে, সেগুলোও কাজে লাগাতে পারেন।
যদি স্মার্ট ইংরেজি শিখতে চান তবে দ্রুত লুকের একজন নিয়মিত শ্রোতা হয়ে যান।