ফেসবুক মেসেঞ্জার হতে পারে ইংরেজি শেখার খুব ভাল একটি মাধ্যমে।
যেহেতু আমাদের দেশে ফেসবুকের ব্যবহার বেশি, ম্যাসেঞ্জারের মাধ্যমে সহজেই কাউকে যুক্ত করা যায়। আমি প্রায় ২০২০ সালে থেকে একটি ম্যাসেঞ্জার গ্রুপের সাথে আছি, নাম Try to Speak in English । যারা এই গ্রুপটি তৈরি করেছিলো, এই গ্রপের মাধ্যমে ইংরেজি বলা চর্চা করে গেছেন অনেক বছর। এক সময়, সক্রিয়ভাবে যুক্ত ছিল যারা এর সাথে, তাদের অনেকই ভাল আইএলটিএস এস্কোর নিয়ে এখন বিদেশে আছে, অন্যরাও বিভিন্ন পেশায় যুক্ত হয়ে পড়েছেন। তাদের শুরুটা হয়েছে বিশ্ববিদ্যালয় পড়াকালীন সময়ে। পড়াশোনার পাশাপাশি দীর্ঘসময় তারা ভার্চুয়ালি যেমন একসাথে কাটিয়েছেন, তেমনি প্রতিবছর একটি গেট টুগেদারের আয়োজন হতো। সত্যিকার অর্থে গ্রুপের নিয়ম ছিল অনেকটা কঠিন, যেমন প্রতিদিন রাত ১০টায় গ্রুপ কল শুরু হতো, সবাইকে যুক্ত হতে হতো। দিনে অন্যান্য সময়ে কলে অংশগ্রহণ করা বা না-করা সেচ্ছায় হলেও রাতের কলগুলো অনেকটাই বাধ্যতামূলক ছিল। না হলে বাদ দিয়ে দেয়া হতো গ্রুপ থেকে। নতুন কেউ যুক্ত হওয়ার সাথে সাথে এইসব গ্রাউন্ড রুল পোস্ট করে তাদের সর্তক করা হতো। এমনকি এ্যাডমিনরাও বাদ যেত না। মাঝে মধ্যে এডিমিনরাও বাদ পড়তেন।
তবে কথা হলো, আপনার আগ্রহ আর আপনি কতটা আত্ম উৎসর্গকৃত এই উদ্দেশ্যে তার উপর নির্ভর করছে অনেক কিছু। যেমন, গ্রুপটি এখন অলস পড়ে আছে। কারণ যারা এর শুরুটা করেছে, ব্যস্ত তারা এখন।
ইংরেজি আগ্রহ আছে, এমন কজন বন্ধু মিলে, এমন একটি গ্রুপ কাজে দিবে নিঃসন্দেহে। সেটা যে কোন সোস্যাল মিডিয়া হতে পারে।